বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৪:৫৮ পিএম
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে প্রস্তুতিমূলক সভা

মেহেরপুরের গাংনীতে পহেলা সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭আগষ্ট) সকাল ১১ টায় সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নারিস উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। সভায় প্রধান অতিথি সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, ২০১৮ সালে খুলনা বিভাগের গাংনী থেকে আমি সংসদ সদস্য হয়েছি। দল যদি এখন আমাদের মূল্যায়ন না করে, দল যদি ভূল করে তাহলে এই দ্বায়ভায় দলকেই নিতে হবে।

এসময় সকলের সম্মতিক্রমে ৪ঠা সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাজিদুর রহমান বুলবুল, সাবেক পৌর কাউন্সিলার নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমান টমা, কাথুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক উপ দপ্তর সম্পাদক সাহিনুর রহমান, কাজিপুর বিএনপির নেতা গোলাম কিবরিয়া মিঠু, সাবেক ইউপি সদস্য লিটন,গাংনী পৌরযুবদলের যুগ্ম আহব্বায়ক আহসানুল হক সুমন, জেলা যুবদলের সাবেক সদস্য আব্দুর মতিনসহ উপজেলা ও পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে