দিনাজপুরের কাহারোল উপজেলায় মঙ্গলবার বিকালে অডিটেরিয়াম হল রুমে উন্নয়ন সংস্থা বাংলাদেশ ওয়াল্ড ভিশন কাহারোলের উদ্দ্যেগে আলট্রাপৌর গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। ওয়াল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: সরফরাজ হোসেন, কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীশ, এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন প্রোগ্রাম অফিসার আলবিনুস সরেন, প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস, প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধরসহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন পেশা শ্রেণির মানুষ। আলোচনায় মূল লক্ষ্য অতি দরিদ্র্য পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বি করে তোলা এবং গ্রাজুয়েশন প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা উপকারভোগী পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তায় নয় বরং সামাজিক সচেতনাতার প্রশিক্ষণ দেওয়ার কাজ করছি। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের উদ্দ্যেগ প্রশাংসার এবং ভবিষ্যতে আরোও বিস্তর পরিসরে এই কার্যক্রম চালুর প্রত্যাশা ব্যক্ত করেন।