রাজবাড়ীতে দুই বেকারীকে অর্থদন্ড

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:০৯ পিএম
রাজবাড়ীতে দুই বেকারীকে অর্থদন্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই বেকারিকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রসুলপুর বেকারীকে মোড়কের গায়ে মূল্য না রাখার কারণে ১০ হাজার টাকা এবং মেহেদী বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী এহসানুল হক শিপন জানান, ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে