আসনসীমা চূড়ান্তের পথে নির্বাচন কমিশন, শিগগিরই প্রকাশ হবে তালিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:৪৪ পিএম
আসনসীমা চূড়ান্তের পথে নির্বাচন কমিশন, শিগগিরই প্রকাশ হবে তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গৃহীত খসড়া নিয়ে শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে শুক্রবার (২৩ আগস্ট) থেকে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত টানা পাঁচ দিন এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য চার কমিশনার এবং সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানিয়েছে, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর আপত্তি জানানোর শেষ তারিখ ছিল ১০ আগস্ট। ওই সময়সীমার মধ্যে দেশের ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ও পরামর্শ ছিল।

বিভিন্ন দিনে আলাদা আসন নিয়ে আলোচনা হয়। ২৪ আগস্ট ৬ জেলার ১৮ আসন, ২৫ আগস্ট ৯ জেলার ২০ আসন, ২৬ আগস্ট ৬ জেলার ২৮ আসন এবং ২৭ আগস্ট ১২ জেলার ১৮ আসন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মোট ৬৪ আসনের আপত্তি ও প্রস্তাব শুনেছে কমিশন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, শুনানিতে প্রাপ্ত মতামত ও প্রস্তাবগুলো লিপিবদ্ধ করে পর্যালোচনার কাজ চলছে। তিনি বলেন, “সীমানা নির্ধারণের খসড়ার ওপর পক্ষ-বিপক্ষ উভয় দিকের মতামত কমিশন শুনেছে। আপত্তি, প্রস্তাব ও সুপারিশ মিলিয়ে যথাসম্ভব সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এগুলো পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

সচিব আরও জানান, ৮৪টি আসনের সীমানা নিয়ে আপত্তি থাকায় মূলত এসব আসনেই পরিবর্তন আসতে পারে। যেখানে কোনো আপত্তি জমা পড়েনি, সেখানে পরিবর্তনের সম্ভাবনা নেই। তিনি বলেন, “শুনানি শেষে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ চলছে। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”

ব্রাহ্মণবাড়িয়ায় শুনানি চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি বলেন, “এটি দুঃখজনক ও অনভিপ্রেত। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।”

আসনসীমা নির্ধারণের পাশাপাশি কমিশন ইতিমধ্যেই নির্বাচনী রোডম্যাপও চূড়ান্ত করেছে। সচিব জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নির্বাচন পর্যবেক্ষক মহল মনে করছে, আসনসীমা চূড়ান্ত হওয়ায় প্রার্থীদের প্রস্তুতি এবং রাজনৈতিক দলের কৌশল নির্ধারণে গতি আসবে। কমিশনও জানিয়েছে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধাপেই স্বচ্ছতা বজায় রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে