উত্তর কলারন দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সংবর্ধনা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:৫৩ পিএম
উত্তর কলারন দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সংবর্ধনা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উত্তর কলারন দাখিল মাদ্রাসায় নবগঠিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্টের কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাকির হোসেন খলিফা এবং সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. আলী হায়দার।

সভায় বক্তব্য রাখেন কে.সি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এস. এম. ইউনূস আলী, দক্ষিণ ইন্দুরকানী এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. শাহিদুল ইসলাম, বাগারহাট আজিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মো. ইউনূচ আকন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আল আমিন হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব জুয়েল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন ৫নং চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাশার আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলাম, সহ-সভাপতি কে. এম. শামীম রেজা, সদস্য অহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. অহিদুল জোমাদ্দার, রফিক কাজী, সবুজ খলিফা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে