বীরগঞ্জে দিনব্যাপী বার্ষিক পুর্ষ্টি কর্মশালা

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৫:৫৬ পিএম
বীরগঞ্জে দিনব্যাপী বার্ষিক পুর্ষ্টি কর্মশালা

দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তনে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে কর্ম-পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।  এসময়  গেইন এর পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক, পুষ্টি কন্সালটেন্ট নুসরাত আলম বিভা বক্তব্য রাখেন। 

সভায় ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, পুষ্টি কমিটির ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্বাস্থ্য সহকারিবৃন্দ, ঈমাম, নারী উদ্যোক্তা, সমবায়ী সদস্য, বাজার কমিটির সদস্য এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে