গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৭:৩১ পিএম
গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শনে পুলিশ সুপার

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুঃ সামসুল আলম সরকার।

বুধবার(২৭আগষ্ট)সকাল থেকেই উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন জামাপুর গ্রাম ও সংলগ্ন নদীতে অভিযান অভিযান চালিয়েছে পুলিশ এছাড়াও দুপরে সদ্য স্থাপিত পুলিশ ক্যাম্প  পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি।

উল্লেখ্য গত ২২ আগষ্ট উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন আইন শৃঙ্খলা বাহিনী। গত ২৫ আগষ্ট মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে পুলিশকে লক্ষ্য করে নৌ ডাকাতদের ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় পাল্টা গুলি চালায় পুলিশ।এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী আটক করতে পারি নাই পুলিশ।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,পুলিশের উপর হামলার ঘটনায় ২০জন নামীয় ও অজ্ঞাত ২৫/৩০নামে মামলা হয়েছে,ইতিমধ্যে অভিযানে আসামিদের বাড়িঘর তালাবদ্ধ পেয়েছি,আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে পুলিশ সুপার মুঃ সামসুল আলম সরকার বলেন,সদ্য স্থাপিত পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছি,আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে স্থানীয়দের সাথে কথা বলেছি, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে