চিকিৎসার জন্য সহায়তা কামনা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৭:৫০ পিএম
চিকিৎসার জন্য সহায়তা কামনা

মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি...আর এই সহানুভূতি পেলে স্বাভাবিক জীবনের পথে জীবনটা বয়ে নিয়ে যেতে পারে বাবা-মায়ের ১১ মাস বয়সী একমাত্র শিশু সন্তান সিফাত বাবু।

উপজেলার ধর্মপুর ইউনিয়নের গোপীনাথপুর (গুচ্ছগ্রাম) এলাকার দিনমজুর আশরাফুল ইসলাম এর একমাত্র শিশু সন্তান সিফাত বাবুর হৃদপিন্ডে ছিদ্রজনিত চিকিৎসার জন্য অতিদরীদ্র পরিবারটির একার পক্ষে ব্যায়ভার বহণ করা সম্ভপর হচ্ছে না। এছাড়াও সিফাত বাবুর নানা মোঃ শরিফুল ইসলাম ২০১৩ খ্রিস্টাব্দে কিডনির অপারেশন করে একটি কিডনি নিয়ে জীবনযাপন করছে।

এ অবস্থায় পরিবারটি সমাজের বিত্তবান, হৃদয়বান, দানশীল ব্যাক্তিবর্গের নিকট ০১৭৭৪৩৯৭৮৩৭ (নগদ) নম্বরে অথবা সরাসরি আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে