হাটহাজারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৫ উদযাপন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৫:৫৪ পিএম
হাটহাজারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৫ উদযাপন

চট্টগ্রামের  হাটহাজারীতে গতকাল বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ মহাসমারোহে উদযাপন করা হয়েছে। জনস্বাস্থ্য পুস্টি প্রতিষ্ঠানের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অনুষ্ঠানের আয়োজন করেন।   এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ্র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ প্রতিপাদ্য বিষয় ছিল 'মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন"

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাপস কান্তি মজুমদার।সভায়  উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সোহানিয়া আক্তার বিল্লাহ সহ কনসালটেন্টবৃন্দ, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই),স্বাস্থ্য পরিদর্শক( ইনচার্জ) ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে