ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই প্রতিষ্ঠানের ঘোষণায় ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। এই রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন, আর যারা ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ইসি এই রোডম্যাপ প্রকাশ করে। বিএনপি মহাসচিব এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী দল হিসেবে বিএনপি শুরু থেকেই নির্বাচনকে সমাধানের পথ হিসেবে দেখে এসেছে। তার ভাষায়, “দেশের সমস্যা সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই। যে কেউ যদি হঠকারী সিদ্ধান্ত নিয়ে বর্জন বা বাধা দেওয়ার পথে হাঁটে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।”
এর আগে গত মে মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনকালীন সময়সীমা নিয়ে একটি প্রাথমিক ধারণা তৈরি হয়। পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ঘোষণা দেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ সেই ঘোষণারই প্রতিফলন।
ফখরুল আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তিনি আরও বলেন, বিএনপি অতীতেও অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে, সামনেও একইভাবে সহায়তা করবে। তবে নির্বাচনকে ঘিরে কেউ যদি হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেক্ষেত্রে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে এক নতুন অধ্যায় শুরু হলো। এখন মূল প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কেমন প্রতিক্রিয়া দেখায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পথ প্রশস্ত হয় কি না।