ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গল বাঁধ বাজারে দুটি সার ও কীটনাশক ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে চলতি আমন মৌসুমী ডিএপি ও টিএস পি সারের তীব্র সংকট দেখিয়ে খুচরা বিক্রেতারা বেশি মূল্যে কৃষকদের নিকট সার বিক্রি করছিলা।এই সংবাদ পত্র-পত্রিকায় প্রকাশের পর নড়ে ছেড়ে ওঠে স্থানীয় প্রশাসন। তার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে লাঙ্গল বাঁধ বাজারে অভিযান চালিয়ে মেসার্স আলামিন ট্রেডার্স ও মিনারুল খান ট্রেডার্সে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। অভিযান পরিচালনায় ছিলেন শৈলকুপা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান ও স্থানীয় প্রশাসন।