তারাগঞ্জে ব্রাক কর্তৃক বিদেশ ফেরতদের নিরাপদ অভিবাসনের জন্য কর্মশালা

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:১৬ পিএম
তারাগঞ্জে ব্রাক কর্তৃক বিদেশ ফেরতদের নিরাপদ অভিবাসনের জন্য কর্মশালা

"এনজিওর শীর্ষে ব্র্যাক আছে এগিয়ে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে  ব্র্যাক  মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২। এরই ধারাবাহিকতায় রংপুরের তারাগঞ্জে "নিরাপদ অভিবাসণ ও  বিদেশ ফেরতদের পুনরেকেত্রীকরন" শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় হারিয়ার কুটি ইউনিয়ন পরিষদ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস(প্রত্যাশা)প্রকল্প ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম উপলক্ষ্যে এই কর্মশালার আয়োজন করে ব্রাক। কর্মশালায় হাড়িয়ারকুটি  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মম মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমেষ সরকার , সচিব, হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ। রফিকুল ইসলাম অধ্যক্ষ, ডাংগীরহাট স্কুল ও কলেজ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রত্যাশা -২ প্রকল্পের ইউনিয়ন  সেক্টর স্পেসালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন সৈয়দ তানভীর ইসলাম , প্রোগ্রাম অর্গানাইজার মোঃ তারাজুল ইসলাম সহ সকল ইউপি সদস্য,শিক্ষক, ইমাম, পুরোহিত, বিদেশ ফেরত সদস্য, ছাত্র, কৃষি কর্মকর্তা, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে