গজারিয়ায় কানুনগো'র বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:২১ পিএম
গজারিয়ায় কানুনগো'র বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ে কর্মরত কানুনগো  মাসউদ আলম হাওলাদারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়,মিনারা বেগম নামে এক নারীর কাছ থেকে মিস কেইস প্রতিবেদন পক্ষ দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণ করেন কানুনগো।ভুক্তভোগী সূত্রে আরও জানা যায়,বাউশিয়া ইউনিয়ন এর মধ্য বাউশিয়া মৌজায় আর এস খতিয়ান ৩০৫, আরএস ৪২০,৪২১ দাগে মোট ভূমি ৯৩ শতাংশ ভূমির মধ্যে এক আনা রেকর্ডিও সম্পত্তির মালিক তিনি,কিন্তু স্থানীয় একটা শিল্প প্রতিষ্ঠান নামজারী করে নিলে ভুক্তভোগী ঐ নারী মিস কেইস করেন।

এ বিষয়ে ভুক্তভোগী  মিনারা বেগম জানান, ছোটবেলায় আমার বাবা-মা মারা যায়,স্বামী অসুস্থ,ওয়ারিশ সূত্রে পাওনা আর এস ৪২০,৪২১দাগে রেকর্ডে নাম থাকায়,মিস কেইস করতে ভূমি অফিসে গেলে,অফিসের লোকজন আমাকে কানুনগো সাথে যোগাযোগ করতে বলেন,আমি প্রয়োজনীয় কাগজ দাখিল করে,কানুনগোর কাছে পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরি,এ সময় তিনি জানান টাকা লাগবে, ৬০ হাজার টাকা দিলে কাজ করে দিবে।পরে ঋণ করে ১০ হাজার টাকা দেই,

তারপর থেকে প্রতি হাজিরার দিন কানুনগো সাথে যোগাযোগ রাখি। রায় প্রদানের দিন ঘুষখোর কানুনগো আমাকে ভূমি সংলগ্ন গোল ঘরে সাড়াদিন বসিয়ে রেখে গড় হাজির দেখিয়ে শুনানি শেষ করে কোম্পানির পক্ষে রায় দিতে সহায়তা করে।

বিষয়টা নিয়ে অভিযুক্ত কানুনগো মাসউদ আলম হাওলাদার জানান,আমি উনার পক্ষে রিপোর্ট প্রদান করেছি। রিপোর্টে উল্লেখ করেছি উনার প্রাপ্য ভূমি বিক্রি করেন নাই। মিনারা বেগম থেকে কখনো টাকা চাই নাই এবং টাকা নেয়ার কথাটি সত্য না। 

এ বিষয়ে নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান,ঘুষ নেয়ার সত্যতা পাওয়া গেলে, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা  হবে।

আপনার জেলার সংবাদ পড়তে