গজারিয়ার শীর্ষ নৌ ডাকাত রিপনসহ আটক ৩

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:২৯ পিএম
গজারিয়ার শীর্ষ নৌ ডাকাত রিপনসহ আটক ৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ও সশস্ত্র নৌ ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় ডাকাত বাহিনীর প্রধান রিপনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব।এ সময় দুটো অস্ত্র উদ্ধার করেছে,অস্ত্র দুটির একটি থানা থেকে লুট করা অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারকৃত'রা হলেন হল নয়ন পিয়াস বাহিনীর প্রধান রিপন সরকার (৪৫) পিতা-মৃত আ:বাতেন, মো:হারুন মেম্বার(৫০)পিতা আব্দুল মালেক ও জামিল উদ্দিন মাসুম (৪০) পিতা-মোঃ জামাল উদ্দিন সবাই উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর জামালপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতি বার(২৮ আগস্ট)রাত ০২:০০টা থেকে সকাল ৭ঘটিকা পর্যন্ত গোপন সংবাদ এর ভিত্তিতে ঢাকা ও গাজীপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র‌্যাব-১১, সূত্রে জানা গেছে,গজারিয়ায় পুলিশের উপর সশস্ত্র হামলার ঘটনার পর জড়িতদের গ্রেফতার করতে  র‌্যাব-১১’র আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

উল্লেখ্য সোমবার বিকেল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেন জানান র‍্যাব।

আপনার জেলার সংবাদ পড়তে