বেসরকারি স্কুলে নির্বাচন ও পাঠদানের মান নিশ্চিতের দাবি অভিভাবকদের

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:৩২ পিএম
বেসরকারি স্কুলে নির্বাচন ও পাঠদানের মান নিশ্চিতের দাবি অভিভাবকদের

দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। পাশাপাশি শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ ও সরকার নির্ধারিত টিউশন ফি কার্যকর করার দাবিও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে রাজধানীর মতিঝিল কিচেন ইয়ার্ড চায়নিজে অভিভাবক ঐক্য ফোরামের এক সভায় এ দাবী জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক মো: সেলিম মিয়া, আইডিয়াল অভিভাবক ফোরামের সভাপতি আহসান উল্ল্যা মানিক, মুগদা শাখার আহবায়ক আ স ম আলমগীর, মিসেস আখতার সুরাইয়া চৌধুরী, জি এম আশরাফুল আলম, সাইফুল ইসলাম, মিসেস দিলরুবা খান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি স্কুল-কলেজগুলোতে অভিভাবকদের অংশগ্রহণ ছাড়াই এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে পরিচালনা পর্ষদে নির্বাচন আয়োজন করা জরুরি। এ জন্য বিদ্যমান এডহক কমিটি বাতিল করে জেলা প্রশাসক (শিক্ষা) এর অধীনে নতুন উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

সভায় আরও দাবি জানানো হয়, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া সরকার নির্ধারিত টিউশন ফি বাস্তবায়নের জন্য আইডিয়াল স্কুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয় সভায়।

আপনার জেলার সংবাদ পড়তে