আমরা কেউ সমালোচনার উর্ধ্বে নয়,তাই আমাদের সমালোচনা করবেন: স্নেহা শিষ চন্দ্র

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:৫৯ পিএম
আমরা কেউ সমালোচনার উর্ধ্বে নয়,তাই আমাদের সমালোচনা করবেন: স্নেহা শিষ চন্দ্র

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা চত্বরে (২৮আগষ্ট) বৃহস্পতিবার ওপেন হাউজ -ডে অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার ( রাণীশংকৈল সার্কেল) স্নেহাশিষ চন্দ্র দাস বলেন,আমরা কেউ সমালোচনার উর্ধ্বে নয়,তাই আমাদের সমালোচনা করবেন আমি ওসি সাহেব কে বলেছি মানবিক বিষয়গুলো আগে দেখতে। তিনি আরো বলেন,রাণীশংকৈলের স্বার্থে প্রশ্নে আমরা সবাই এক। এ উপজেলার ভালো শুনলে আমাদের ভালো লাগে আর খারাপ কিছু শুনলে কষ্ট লাগে। আমি যেহেতু রাণীশংকৈলের একটি অংশ তাই এ উপজেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এজন্য আজ এ ওপেন হাউজ-ডে। অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির সভাপতি আতাউর রহমান,জামায়াতে ইসলামীর সেক্রটারী রজব আলী, জামায়াতে ইসলামির নায়েব আমির,মিজানুর রহমান মাষ্টার,বিএনপির পৌর সভাপতি শাহাজান আলী,সম্পাদক মহশিন আলী,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,সহ-সভাপতি নুরনবী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম , গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি মামুনুর রশীদ,উপজেলা সভাপতি সোহরাব আলী, বিএনপি ইউনিয়ন সভাপতি জমিরুল ইসলামসহ বিএনপি - জামায়াতে ইসলামীর সভাপতি সম্পাদকরা। অনুষ্ঠান মঞ্চালনা করেন এসআই রনি।

আপনার জেলার সংবাদ পড়তে