সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন ওসি মিজানুর রহমানের যোগদান

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ০৮:০৯ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় নতুন ওসি মিজানুর রহমানের যোগদান

সাতক্ষীরার কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তিনি কালিগঞ্জ থানায় এসে দায়িত্ব বুঝে নেন। নবাগত ওসি মোহাম্মদ মিজানুর রহমান এর আগে সাতক্ষীরার শ্যামনগর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। 

সদ্য বদলী হওয়া অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রকমানকে সাতক্ষীরা লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নি.) হিসেবে যোগদান করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৭ আগস্ট) সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমানকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কালিগঞ্জ থানায় দায়িত্ব দেওয়া হয় এবং মোহাম্মদ হাফিজুর রকমানকে সাতক্ষীরা লাইনওয়ারে সংযুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে