কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান পরিস্থিতিকে অতীতের যেকোনো স্বৈরাচারের চেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের স্বৈরাচারের তুলনায় এখনকার স্বৈরাচার আরও বড় আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, গত এক বছরে চব্বিশের আন্দোলনকারীদের আচরণে দেশবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, “আমি চব্বিশের আন্দোলনকে দেশের স্বাধীনতার কাছাকাছি ভেবেছিলাম, তাদের সমর্থনও করেছিলাম। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে তাদের এই বিজয় ধ্বংসের দিকে যাবে—এমনটা আশা করিনি।”
এ সময় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তার ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত মুক্তির দাবি করেন।
কাদের সিদ্দিকী আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান। তার মতে, দেশে গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার যে অবক্ষয় ঘটছে তা আর গোপন করার মতো অবস্থায় নেই।