দিনাজপুরের চিরিরবন্দরে ফারমারস ফিল্ড বিজনেস স্কুল এর মাঠ দিবস ও গ্রাসরুট সার্ভিস আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা কৃষক মাঠ ব্যবসায় স্কুল চত্বরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) এর আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ফারমারস ফিল্ড বিজনেস স্কুল এর মাঠ দিবস ও গ্রাসরুট সার্ভিস আউটলেট (তৃণমূল কৃষক সেবা কেন্দ্র) এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) এর রংপুর অঞ্চলের রিজিওনাল প্রজেক্ট অফিসার ডঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আকতার প্রমূখসহ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেনহাজুল ইসলাম নবাব, উদ্যোক্তা আসেফ রহমান রিফাত বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ গ্রাসরুট সার্ভিস আউটলেট এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়াও ফারমারস ফিল্ড বিজনেস স্কুল এর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কৃষক ও কৃষানীদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে ওই এলাকার কৃষক, কৃষানী, ফারমারস ফিল্ড বিজনেস স্কুল এর সদস্যবৃন্দসহ ২ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।