জাতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অসন্তোষ এনসিপি

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ১২:৫৫ পিএম
জাতীয় নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় অসন্তোষ এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী রোডম্যাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানায়। 

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব লিখিত বক্তব্য পাঠ করে বলেন, “জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগেই নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা সরকারের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে। সনদ বাস্তবায়নের আগে নির্বাচন পরিকল্পনা ভবিষ্যৎ অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কারের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা। সেই লক্ষ্যেই গঠিত হয়েছিল বিভিন্ন সংস্কার কমিশন, যেখানে এনসিপিও নিজস্ব প্রস্তাবনা জমা দেয়।”

আদীব বলেন, “জুলাই সনদের খসড়া হাতে পেয়েই আমরা আমাদের মতামত লিখিতভাবে জমা দিয়েছি। তবে খসড়ায় রোডম্যাপের অভাব ছিলো চোখে পড়ার মতো। ঐকমত্য কমিশনে সনদ বাস্তবায়নের ছয়টি সম্ভাব্য পদ্ধতি আলোচনা হয়েছে। আমরা গণপরিষদ নির্বাচনের পক্ষে মত দিয়েছি।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা এক ঘোষণায় বলেন, ২০২৬ সালের রমজানের আগেই নির্বাচন হতে পারে। তবে শর্ত ছিল বিচার ও সংস্কার প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি। এনসিপির মতে, নির্বাচনকালীন প্রস্তুতির আগেই সংস্কার রোডম্যাপ চূড়ান্ত হওয়া জরুরি ছিল।

এনসিপি হতাশা প্রকাশ করে জানায়, অজ্ঞাত কারণে ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠক পিছিয়ে গেছে এবং এখনো সনদের আইনি ভিত্তি নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

সংবাদ সম্মেলনে এনসিপির অবস্থান স্পষ্ট করে বলা হয়, “আমরা নির্বাচনের বিপক্ষে নই। বরং গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন অত্যাবশ্যক। তবে আগে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। নয়তো ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক সংকটের দায় সরকারের ওপরই বর্তাবে।”

সংবাদ সম্মেলন শেষে এনসিপি তাদের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে জেলার নেতাদের নিয়ে একটি বিশেষ পরামর্শ সভা আয়োজনের ঘোষণা দেয়। সেখানে সনদ বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা চূড়ান্ত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে