ঝিনাইদহ ডিবি পুলিশ কোটচাঁদপুর পৌর শহরে অভিযান চালিয়ে দুইটি চোরাই মটরসাইকেলসহ একজনকে আটক করে কোটচাঁদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) মুহিতুর রহমান, এসআই আশীষ দাশ, এসআই আব্দুল্লাহ আল বাতেনসহ ঝিনাইদহ- ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার (২৬/০৮/২০২৫) দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর দাশপাড়ার মৃত মেহের আলীর ছেলে মহিনুর বিশ্বাস খোকনের বাড়ীতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ী থেকে দুইটি চোরই মোটরসাইকেল উদ্ধারসহ খোকনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর। মামলার বাদী ডিবি পুলিশের এসআই মুহিতুর রহমানের করা এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আসামী খোকনকে জিজ্ঞাবাদের জন্য ঝিনাইদহ ডিবি অফিসে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৭/০৮/২০২৫) কোটচাঁদপুর থানা পুলিশের কাজে হস্তান্তর করেন এবং দুই জনের নাম উল্লেখসহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করেন। এজাহারে দাবী করা হয়, এই চোর চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত দুটি মোটরসাইকেলের মধ্যে একটি জলপাই রংয়ের ইয়ামাহা, রেজিষ্ট্রেশন বিহীন, গঞ-১৫ মোটরসাইকেল, যার চেসিস নং- গঊওজএ৬৮৬৫জউউ৮২৪১৭ এবং ইঞ্জিন নং- ঈ৩ঘঅঊ০৭৪১৬২৩ । যার মূল্য ৩লাখ ৯০হাজার টাকা। অপরটি সুজুকি , নীল রংয়ের এওঢঢঊজ মোটরসাইকেল, রেজিষ্ট্রিশন নং- ঝিনাইদহ-ল-১২-০২২১, চেসিস নং- গই৮ঘএ৪ইইগঋ৮১৩৫৩০৩ এবং ইজ্ঞিন নং-ইএঅ১২২৭৯৮১ যার মূল্য ধরা হয়েছে ২লাখ ২০হাজার টাকা। এ সকল মটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বরের উপর ঘষা মাজা করা হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।