বিতর্কিত ফোনালাপেই পদচ্যুত থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৩:২৬ পিএম
বিতর্কিত ফোনালাপেই পদচ্যুত থাই প্রধানমন্ত্রী পেটংটার্ন

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেটংটার্ন সিনাওয়াত্রাকে পদ থেকে অপসারণ করেছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে একটি বিতর্কিত ফোনালাপের ঘটনায় তাকে নৈতিক অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আদালতের রায়ে বলা হয়, জুন মাসে হুন সেনের সঙ্গে কথোপকথনের সময় প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজনীয় সততা ও নৈতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছেন ৩৯ বছর বয়সী পেটংটার্ন। বিচারকদের মতে, তিনি জাতীয় স্বার্থের তুলনায় ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।

এই রায়ের ফলে ২০০৮ সালের পর থেকে আদালতের রায়ে পদচ্যুত হওয়া পঞ্চম প্রধানমন্ত্রী হলেন পেটংটার্ন।

ফাঁস হওয়া ফোনালাপে তাকে হুন সেনকে ‘চাচা’ সম্বোধন করতে শোনা যায় এবং এক শীর্ষ সেনা কর্মকর্তাকে ‘প্রতিদ্বন্দ্বী’ আখ্যা দিয়ে সমালোচনা করেন।

এটি পেটংটার্ন ও তার বাবা, সাবেক প্রধানমন্ত্রী ঠাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে চলমান তিনটি গুরুত্বপূর্ণ মামলার মধ্যে দ্বিতীয়টির রায়।

৭৬ বছর বয়সী ঠাকসিনকে গত সপ্তাহে রাজতন্ত্র অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হলেও ২০২৩ সালে দুর্নীতির মামলায় সাজা কমানোর পর কারাগারের পরিবর্তে হাসপাতালের কক্ষে অবস্থান করার ঘটনায় আরেকটি মামলার মুখোমুখি হতে হবে।


সূত্র: আল-জাজিরা