পোল্যান্ডের রাদম শহরে এয়ারশো মহড়ার সময় পোলিশ বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ ঘটনাস্থলে পৌঁছে এক্স-এ লিখেছেন, “এফ-১৬ দুর্ঘটনায় পোলিশ সেনাবাহিনীর এক সাহসী অফিসার প্রাণ হারিয়েছেন। তিনি সর্বদা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দেশসেবায় নিয়োজিত ছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাই।”
সেনাবাহিনীর জেনারেল কমান্ড জানায়, বিমানটি পোজনানের কাছে অবস্থিত ৩১তম ট্যাকটিক্যাল এয়ার বেস থেকে উড্ডয়ন করেছিল। তবে দুর্ঘটনায় কোনো দর্শক আহত হননি। তারা আরও জানায়, “দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।”
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, বিমানটি আকাশে একাধিক কসরত করার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৭টার দিকে (গ্রিনিচ সময় ১৭:৩০) এ দুর্ঘটনা ঘটে। এতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সপ্তাহান্তে অনুষ্ঠেয় রাদম এয়ারশো বাতিল করা হয়েছে।
সূত্র: রয়টার্স