“জামাতের জন্মই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য” এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু। শুক্রবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভালুকা উপজেলা ও পৌর শাখার প্রাথমিক সদস্য ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন “ইতিহাস সাক্ষ্য দেয়, জামায়াত ইসলামী জন্মই হয়েছিল বাংলাদেশের বিরোধিতা করার জন্য। ১৯৪৭ সালে দেশ বিভক্তির সময়ও তারা বিরোধিতা করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরোধীতা করে ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি হিসেবেও জামাতের ভূমিকা সকলেরই জানা রয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশে যত আন্দোলন-সংগ্রাম হয়েছে মানুষের কল্যাণ ও উন্নতির জন্য, প্রতিবারই জামাত বিরোধিতা করেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। অথচ জামাত ও এনসিপি নানা কৌশলে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। তারা চায় কোনোভাবেই যেন নির্বাচন না হয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আরো একবার আনন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্উদ্দিন আহম্মেদ,মজিবুর রহমান মজু,ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্ল্যাহ খান রুবেল, আবুল কালাম আজাদ,রুহুল আমীন,নাসির উদ্দিন সরকার,নজরুল ইসলাম,বিএসসি,আইয়ুব আলী কমান্ডার,আজমল হোসে ফারুক,ও আব্দুর রহিম,নুরুল হক মন্ডল,রাকিবুল হাসান রাসেল,কায়সার আহাম্মেদ কাজল,পিয়াস মাহমুদ সুভ,প্রমুখ। সঞ্চালনা করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
এছাড়াও ভালুকা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।