চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক চাপায় দুই মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর বাজারের অদুরে মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদে ফায়ার সার্ভিস কমিরা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে সজিব (১৭) ও সজিবের খালা নার্গিস (৩৪)। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে অতিক্রম করার সময় বিপরিতগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৯৮৭৯) চাপা দেয়। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ট্্রাকটিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।