মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর উদ্ধোধনী

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) :
| আপডেট: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:১৭ পিএম | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:১৭ পিএম
মুন্সীগঞ্জে জাতীয় চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর উদ্ধোধনী

মুন্সীগঞ্জ ষ্টেডিয়ামে ৩০ আগষ্ট  বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।আগামীকাল বিকাল ৩ টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ষ্টেডিয়ামে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। টুর্নামেন্টের উদ্ধোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল । টুর্নামেন্ডে ৬৪ টি জেলার মধ্যে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ১ম পর্বের খেলা শুরু হবে। ২য় পর্বে ৩২ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩য় পর্বে নির্বাচিত হবে ১৬ টি দল। এই ১৬ টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে খেলবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টের আয়োজন করছে।।স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা এবং জামালপুর জেলার ম্যাচের মাধ্যমে শুরু হবে  জাতীয় চ্যাম্পিয়ানশীপ ২০২৫ এর যাত্রা।সারা দেশে ফুটবর উম্মাদনা জাগাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে ) এমন আয়োজন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে