মোল্লাহাটে সন্ত্রাস, চুরি-ছিনতাই ও মাদক নির্মূলে সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:৩৫ পিএম
মোল্লাহাটে সন্ত্রাস, চুরি-ছিনতাই ও মাদক নির্মূলে সভা

বাগেরহাটের মোল্লাহাটে সন্ত্রাস, চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপকর্ম নির্মূলের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ চান মিয়া মোল্লা।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আ: কাইয়ূম শরীফ, সাদ্দাম হোসেন মোল্লা, মাওঃ মারুফ বিন আব্দুল কুদ্দুস মাদানী, মাওঃ গাজী মিজানুর রহমান, ডাঃ শান্তি রঞ্জন, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান মুকু, বিএনপি নেতা লিয়াকত আলী শরীফ, সবুর মোল্লা ও শেখ মোহাম্মদ আলী। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ কামরুল হাসান।

বক্তারা বলেন, সন্ত্রাস ও মাদক দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। বক্তাদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ ধরনের অপকর্ম দমন করা সম্ভব।

সভায় সিদ্ধান্ত হয়-স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, মাদকবিরোধী প্রচারণা চালানো, রাতের পাহারা ব্যবস্থা জোরদার করা এবং সামাজিক সংগঠনের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আলোচনা শেষে উপস্থিত সকলে অপরাধ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন এবং তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে