রাজশাহী এডিটরস ফোরামের সাথে জামায়াতের মতবিনিময়

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:৩৯ পিএম
রাজশাহী এডিটরস ফোরামের  সাথে জামায়াতের মতবিনিময়
রাজশাহীর স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন- রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নেতারা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নগরের একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, নগরের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা এবং করণীয় বিষয়ে সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন— রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহী-এর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবিব অপু, সদস্য ও দৈনিক সোনার দেশ-এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন-এর সম্পাদক সাইফুল ইসলাম এবং দৈনিক নতুন প্রভাত-এর সম্পাদক সোহেল মাহবুব। রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি (প্রচার ও মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত) শাহাদৎ হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী-২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান প্রিন্স।
আপনার জেলার সংবাদ পড়তে