এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৮ জন, ভর্তি ২৫৮৬

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:৪৯ পিএম | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৬:৪৯ পিএম
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৮ জন, ভর্তি ২৫৮৬

দেশে ক্রমান্বয়ে বাড়তে ডেঙ্গুতে প্রাণহানি। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাজার হাজার রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে (শনি-শুক্রবার) ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু এবং দুই হাজার ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২৩ আগস্ট ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ২৪৭ জন হাসপাতালে, ২৪ আগস্ট একজনের মৃত্যু এবং ৪৩০ জন হাসপাতালে, ২৫ আগস্ট তিনজনের মৃত্যু এবং ৪১২ জন হাসপাতালে, ২৬ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৭০ জন হাসপাতালে, ২৭ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৩০ জন হাসপাতালে, ২৮ আগস্ট কারও মৃত্যু না হলেও ৪৩২ জন হাসপাতালে, ২৯ আগস্ট কারও মৃত্যু না হলেও ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫৪১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১১৮ জন।

এ ছাড়া চলতি (আগস্ট) মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।