ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামের এক পরিবারের জমিদখল ও ঘর ভাংচুরের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রবকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি পেইজে সংবাদ প্রকাশ করা হয়েছে। এরই প্রতিবাদে তিনি ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন,জমিদখল ও ভাংচুরের ঘটনার সাথে সে জড়িত নয়। দীর্ঘ দিন ধরে একটি স্বার্থানেষী মহল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা মুখি ষড়যন্ত্র আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনার কথা বলা হয়েছে একটি কোম্পানীর জায়গা। তিনি ওই কোম্পানীর জায়গা জমি দেখাশুনা করেন এবং তার সুনাম বিনষ্ট করার লক্ষে কে বা কাহারা ঘরটি ভাংচুর করেছে। ঘটনার সময় তিনি ভালুকার বাহিরে অবস্থান করছিলেন। এখানে তাকে শুধুশুধুই জড়ানো হচ্ছে।