জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ভেনিস চলচ্চিত্র উৎসব

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৭:৫৭ পিএম
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ভেনিস চলচ্চিত্র উৎসব

তালির লিদো দ্বীপে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসর। ১১ দিনের এ উৎসবে থাকছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা ও প্রামাণ্যচিত্রসহ নামজাদা স্টুডিওর চলচ্চিত্র। উদ্বোধনী সন্ধ্যায় খ্যাতিমান জার্মান পরিচালক ভেরনার হারজগের আজীবন সম্মাননা তুলে দেন ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি। এবারের আসরে আজীবন সম্মাননায় আরও ভূষিত হবেন আলফ্রেড হিচককের মাস্টারপিস ‘ভার্টিগো’র (১৯৫৮) আমেরিকান অভিনেত্রী কিম নোভাক। প্রতিযোগিতার বাইরে নির্বাচিত ‘ডেড ম্যানস ওয়্যার’ সিনেমার পরিচালক গ্যাস ফন স্যান্ট আগামী ২ সেপ্টেম্বর পাবেন ‘প্যাশন ফর ফিল্ম’ অ্যাওয়ার্ড। উৎসবটি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয়েছে ইতালিয়ান নির্মাতা পাওলো সরেন্তিনোর ‘লা গ্রাৎসিয়া’ (গ্রেস)। মূল প্রতিযোগিতার বিচারক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক আলেক্সান্ডার পেইন। লাল গালিচার আকর্ষণে থাকছেন যেসব তারকা তাদের মধ্যে জুলিয়া রবার্টস, এমা স্টোন, জর্জ ক্লুনি, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, অ্যান্ড্রু গারফিল্ড, অস্কার আইজ্যাক ও আমান্ডা সাইফ্রেডের দিকে আলাদাভাবে নজর থাকবে সবার। তাদের মধ্যে ‘আফটার দ্য হান্ট’ সিনেমার প্রচারের অংশ হিসেবে প্রথমবারের মতো ভেনিসের লাল গালিচায় পা ফেলবেন জুলিয়া রবার্টস। প্রতিযোগিতার বাইরে থাকলেও স্পটলাইটে রয়েছে এটি। মিটু হ্যাশট্যাগ আন্দোলনের আবহে ইতালির লুকা গুয়াদানিনো পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো এডেবিরি ও ক্লোয়ি সেভিনি। ভেনিস উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেন, ‘এবারের আসরে বাস্তবধর্মী সিনেমার প্রত্যাবর্তন হচ্ছে, যেখানে আমাদের সমকালীন বিশ্বের বড় সংকটগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন নির্মাতারা।’