শিশুদের মানসিক ট্রমা-একটি নীরব সংকট

এফএনএস | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৮:০২ পিএম
শিশুদের মানসিক ট্রমা-একটি নীরব সংকট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর এক ভয়াবহ ও নীরব সংকট আমাদের সামনে এসেছে-শিশুদের মানসিক ট্রমা। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রায়হান আহমেদের কথাই ধরা যাক। প্রতিদিন স্কুলে যেতে ভালোবাসা এই শিশুটি এখন স্কুলে যাওয়ার কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে, বলে-‘স্কুলে গেলে যদি প্লেন ক্রাশ হয়!’ তার মতো অনেক শিশুই এখন ভয়, উদ্বেগ, এবং অদৃশ্য মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে। এ পরিস্থিতি কেবল অস্বস্তিকরই নয়, একটি জাতির ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার বিষয়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের দুর্ঘটনা শিশুর মনোজগতে গভীরভাবে প্রভাব ফেলে। ঘুমে বিঘ্ন, আতঙ্ক, বিষণ্নতা, খাওয়ার অনীহা, আচরণে অস্বাভাবিকতা-সবকিছুই হতে পারে এই ট্রমার বহিঃপ্রকাশ। এমনকি কিছু ক্ষেত্রে শিশুদের মধ্যে আত্মঘাতী প্রবণতাও দেখা দেয়। গবেষণা বলছে, যারা দুর্ঘটনায় প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হলেও, মিডিয়া ও আশপাশ থেকে ঘটনার ভয়াবহতা দেখেছে, তারাও মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় সংবাদমাধ্যমকে সংবেদনশীল হতে হবে। শিশুদের কাছে বীভৎস দৃশ্য পৌঁছানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি চিকিৎসক, শিক্ষক, অভিভাবক ও সমাজকেও নিতে হবে সক্রিয় ভূমিকা। শিশুকে চাপমুক্ত রাখতে হবে, পরিবারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, এবং তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরাতে সহায়তা করতে হবে। শুধু আহত শিশুরা নয়, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, উদ্ধারকর্মী এমনকি চিকিৎসক ও মিডিয়াকর্মীরাও মানসিক চাপে পড়তে পারেন। তাদের প্রতিও নজর দেওয়া জরুরি। এই মুহূর্তে প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ-যেখানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, সরকার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সবাই একযোগে কাজ করবে। আমরা অনেক সময় দুর্ঘটনার তাৎক্ষণিক শারীরিক ক্ষতির দিকে তাকাই, কিন্তু দীর্ঘমেয়াদে মানসিক ক্ষতই থেকে যায় বেশি। শিশুদের মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ করা মানে দেশের ভবিষ্যৎকে সুরক্ষা দেওয়া। এ দায় শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও সমাজেরও। শিশুদের আতঙ্ক নয়, আশ্বাস প্রয়োজন। বিচ্ছিন্নতা নয়, স্নেহ ও সাহচর্য দরকার। সহমর্মিতা ও যত্নের পরিবেশেই তারা ধীরে ধীরে এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারবে। দুর্ঘটনার ক্ষত থেকে শিশুদের রক্ষা করতে হলে এখনই উদ্যোগ নিতে হবে-যত দ্রুত সম্ভব, যত আন্তরিকভাবে সম্ভব।