কোন নেশাবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্য দলের সাথে সম্পৃক্ত ছিল তাদের কমিটিতে স্থান না দিয়ে বিগত ১৭ বছরে যাহারা মামলা হামলা, নির্যাতনের স্বীকার হয়েছেন, তাদেরকে মূল্যয়ন করার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ রাসেল, ২৯ আগষ্ট শুক্রবার বিকাল ৪টা বরিশালের হিজলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ইউনিয়ন কমিটি করার নিমিত্তে উপজেলা নেতৃবেন্দর হাতে তথ্য উপাত্থ্য ফরম তুলে দেন। হিজলা উপজেলার হেলিপ্যাটে উপজেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক আসাদুজ্জামান খান স্বজলের সভাপতিত্বে উপজেলার ৬টি ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদল ভারপ্রাপ্ত আহবায়ক নিজামুর রহমান নিজাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এইচ এম আলআমিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সদস্য মাহমুদুল হাসান, মাশরুর খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল সরদার, উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।