সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ১১:৩২ পিএম
সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে খান বাহাদুর ইসমাইল (কেবিআই) সড়কে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আজহারুল ইসলাম বকুল (৬০) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে বালিপাড়া-আহম্মদ বাড়ির মাঝামাঝি এলাকায় এ দুঘটনাটি ঘটে।

নিহত আজহারুল ইসলাম বকুলের বাড়ি গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া গ্রামে। তিনি কিছুদিন আগে সেনাবাহিনীর সার্জেন্ট পদে থেকে অবসরে আসেন।

জানা যায়, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মেয়ে ইসরা ইসলামকে নিয়ে ময়মনসিংহে

সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠানে যোগ দিয়ে পুরস্কার নিয়ে মেয়েসহ গফরগাঁও ফেরার পথে দুপুর সোয়া ১ টায় দিকে বালিপাড়া-আহম্মদ বাড়ির মাঝামাঝি এলাকায় সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আজহারুল ইসলাম বকুল, মেয়ে ইসরা ইসলাম সহ ৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আজহারুল ইসলাম বকুলকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় মারা যান তিনি। এ ঘটনার এলাকায় শোকে ছায়া নেমে আসে।

আপনার জেলার সংবাদ পড়তে