ময়মনসিংহের গফরগাঁওয়ে খান বাহাদুর ইসমাইল (কেবিআই) সড়কে সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আজহারুল ইসলাম বকুল (৬০) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে বালিপাড়া-আহম্মদ বাড়ির মাঝামাঝি এলাকায় এ দুঘটনাটি ঘটে।
নিহত আজহারুল ইসলাম বকুলের বাড়ি গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া গ্রামে। তিনি কিছুদিন আগে সেনাবাহিনীর সার্জেন্ট পদে থেকে অবসরে আসেন।
জানা যায়, জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মেয়ে ইসরা ইসলামকে নিয়ে ময়মনসিংহে
সংবর্ধনা- ২০২৫ অনুষ্ঠানে যোগ দিয়ে পুরস্কার নিয়ে মেয়েসহ গফরগাঁও ফেরার পথে দুপুর সোয়া ১ টায় দিকে বালিপাড়া-আহম্মদ বাড়ির মাঝামাঝি এলাকায় সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আজহারুল ইসলাম বকুল, মেয়ে ইসরা ইসলাম সহ ৫ জন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আজহারুল ইসলাম বকুলকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩ টায় মারা যান তিনি। এ ঘটনার এলাকায় শোকে ছায়া নেমে আসে।