নাসিরনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ১২:৩৫ পিএম
নাসিরনগরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমন্ডল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় দুর্ঘটনাটি ঘটে।

 নিহত  আমিন মিয়া (৫০) নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাঁতমন্ডল এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজির যাত্রী আমিন মিয়াকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার মারা যান । এসময় ট্রাকচালক পালিয়ে যায়।

এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৫জন আহত হয়েছেন।আহতরা হলেন সেলিম মিয়া,আর্জুন দাস, দিপালী দাস, সাগর মিয়া ও করিম মিয়া।

সিএনজি চালক সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান ,এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে