ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার চরধলহরা গ্রামে ঘুমন্ত অবস্থায় বিসধর সাপের কামড়ে সোয়াদ হোসেন মন্ডল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে।সোয়াদ হোসেন চরধলহরা গ্রামের আলম মন্ডলের ছেলে। প্রতিবেশী ফারুক হোসেন জানান সোহাগ হোসেন রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল হঠাৎ ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠে।তার চিৎকার শুনে গিয়ে দেখা যায় থাকে সাপে কামড়িয়েছে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মিথ্যা ঘোষণা করে ।