পাবনার সুজানগররের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। কতিপয় অসাধু মৎস্যজীবী প্রতিদিন পদ্মা নদীর শ্যামনগর, সাতবাড়ীয়া, ভাটপাড়া, নারুহাটি, নাজিরগঞ্জ এবং গোয়ারিয়াসহ বিভিন্ন পয়েন্ট থেকে ওই মাছ শিকার করছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তারাবাড়ীয়া নতুনপাড়া, সাতবাড়ীয়া, গোয়ারিয়া এবং নাজিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় রয়েছে ৫/৬‘শ মৎস্যজীবী। ওইসব মৎস্যজীবী প্রত্যেক বছর বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মা নদীতে মাছ শিকারে নেমে পড়েন। এদের মধ্যে কতিপয় মৎস্যজীবী মৎস্য আইনকে অমান্য করে নদীতে ক্ষতিকর বিষ প্রয়োগ করে মাছ শিকার করে থাকেন। প্রত্যক্ষ দর্শী জানায়, ওই সকল মৎস্যজীবী নদীর স্রোতের অনুকূলে এক প্রকার বিষ প্রয়োগ করেন। এ সময় স্রোতের প্রতিকূলে চলা চিংড়ি, টেংরা এবং বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছ ওই বিষ খেয়ে অসুস্থ হয়ে নদীর কিনারায় চলে আসে। এ সুযোগে মৎস্যজীবীরা জাল দিয়ে ওই মাছ ধরে স্থানীয় হাট-বাজারে বিক্রি করেন। বিষ দিয়ে শিকার করা ওইসব মাছ খেয়ে অনেকে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়ছে বলেও ভুক্তভোগী সূত্রে জানা যায়। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে ওই সকল মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।