হলিউডের সুপরিচিত অভিনেত্রী এমা স্টোন নতুনভাবে নজর কেড়েছেন। গ্রিক পরিচালক ইয়োরগস লান্থিমোসের কল্পবিজ্ঞানধর্মী ছবি ‘বোগোনিয়া’-র ট্রেলারে তিনি পুরো মাথা ন্যাড়া করে দর্শকের সামনে উপস্থিত হয়েছেন। ছবিটি প্রিমিয়ার হয়েছিল ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে, যেখানে তা ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে প্রশংসার ঝড় তুলেছে।
ছবির গল্পে দেখা যাবে, দুই ব্যক্তি এক প্রভাবশালী নারী সিইওকে অপহরণ করে। তাদের বিশ্বাস, ওই নারী আসলে একজন এলিয়েন, যিনি পৃথিবী ধ্বংস করতে এসেছে। এই রহস্যময় নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন। ট্রেলারের প্রকাশের পরই সামাজিক মাধ্যমে এমার ন্যাড়া মাথার নতুন লুক ভাইরাল হয়ে গেছে, আর প্রশংসা পাচ্ছেন তিনি।
‘বোগোনিয়া’ এমা ও লান্থিমোসের চতুর্থ যৌথ প্রজেক্ট। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘দ্য ফেভারিট’, ‘পুওর থিংস’ এবং ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এ। বিশেষ করে ‘পুওর থিংস’-এ অভিনয়ের জন্য এমা সেরা অভিনেত্রীর অস্কার জয় করেছিলেন।
এমার নতুন লুক ও সাহসী চরিত্রপ্রীতি ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমী ও সমালোচকদের নজর কাড়ছে। চরিত্রের জন্য নিজের সম্পূর্ণতা উজাড় করে দেওয়ার এই দৃঢ়তা প্রমাণ করছে, যে অভিনেত্রী কেবল সৌন্দর্য নয়, বরং অভিনয়ের গভীরতা ও সাহসিকতায়ও সমানভাবে পারদর্শী।