বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার নতুন ইঙ্গিত দিলেন—রাজনীতির জটিলতা ত্যাগ করে পর্দায় ফেরার সম্ভাবনা রয়েছে। টানা এক বছরের সংসদ পদে থাকার অভিজ্ঞতা ও রাজনৈতিক জটিলতার কারণে কঙ্গনা প্রকাশ করেছেন যে, রাজনীতিতে মন স্থির হচ্ছে না। ২০২৪ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হওয়ার পর নালা পরিষ্কার, রাস্তা সংস্কারের মতো সাধারণ মানুষের সমস্যার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার প্রক্রিয়া তাঁর প্রত্যাশার বাইরে গেছে। একই সঙ্গে রাজনীতির আর্থিক দিক নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
রাজনীতির পাশাপাশি কঙ্গনার অভিনয় জীবনও সমানভাবে আলোচিত। ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’, ‘কুইন’, ‘তনু ওয়েড্স মনু’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বারবার প্রশংসিত হয়েছেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে মুক্তিপ্রাপ্ত তাঁর কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি, তবে অভিনয়ের দক্ষতায় কঙ্গনা কোনোদিনই প্রশ্নাতীত নয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কঙ্গনা এবার নিজের জনপ্রিয় সিনেমাগুলোর সিক্যুয়েল নিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন। চলতি বছরের **নভেম্বর** থেকে ‘কুইন ২’ সিনেমার শুটিং শুরু হবে। পূর্বের ছবির মতো ভারত ও লন্ডনে শুটিং হবে। এছাড়া ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির কাজও শুরু হবে ২০২৬ সালে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে কঙ্গনার বিপরীতে আবারও দেখা যাবে বলিউড অভিনেতা আর মাধবনকে। তবে এখনও ছবির নির্মাতা বা কঙ্গনা, কেউই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।
সর্বোপরি, কঙ্গনার রাজনৈতিক যাত্রা ও অভিনয় জীবনের উত্থান-পতন মিলিয়ে বলা যায়, তিনি একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। রাজনীতির কঠোর বাস্তবতা তাঁকে ফের অভিনয়ের দিকে টেনে আনছে। অভিনেত্রী হিসেবে তাঁর দক্ষতা ও জনপ্রিয়তা বজায় থাকলেও, রাজনৈতিক জীবন তাঁকে তৃপ্তি দিতে পারেনি। এই পরিস্থিতিতে, ‘কুইন ২’ এবং ‘তনু ওয়েড্স মনু’ সিরিজের নতুন অংশের মাধ্যমে তিনি দর্শকের কাছে নতুন রূপে উপস্থিত হতে চলেছেন।