অভিনেত্রী থেকে কবি ঋতুপর্ণা সেনগুপ্ত!

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০১:৩১ পিএম
অভিনেত্রী থেকে কবি ঋতুপর্ণা সেনগুপ্ত!

টলিউডের প্রাণবন্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন—কবি হিসেবে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন সিনেমায় বিচিত্র চরিত্রে দর্শকের মন জয় করা এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি কবিতার আকারে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শত ব্যস্ততার মাঝেও কবিতার জন্য সময় রাখতেন এবং জীবনের ক্ষত ও আনন্দ ফুটিয়ে তুলেছেন।

ঋতুপর্ণার কবিতার বইটির নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’। বইটি ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং আগামী শনিবার (৩০ আগস্ট) ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। বইটি অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী। বইতে ঋতুপর্ণা ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা তাঁর ভক্তদের কাছে নতুন এক পরিচয় এনে দেবে।

এদিকে শুক্রবার (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত ‘বেলা’ সিনেমা। ছবিতে তিনি স্বাধীনচেতা নারীর চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের গল্পে রেডিও জকি, রাঁধুনি এবং চাকুরিজীবী হিসেবে বেলা চরিত্রের জীবনযাত্রা ও তার উত্থান-পতন ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অনিলাভ চট্টোপাধ্যায়। বিশেষ উল্লেখ, ছবির মুক্তি ঘটে ঋতুপর্ণার ছেলের জন্মদিনে, যা অভিনেত্রীর জন্য দ্বিগুণ আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে।

টলিউডে দীর্ঘদিন ধরে সক্রিয় ঋতুপর্ণা এবার শুধুমাত্র একজন অভিনেত্রী নয়, বরং কবি হিসেবেও নিজের ভিন্ন প্রতিভার পরিচয় দিচ্ছেন। সিনেমা, সংসার এবং ব্যক্তিগত জীবনের নানা দিকের অভিজ্ঞতা তিনি কবিতার মাধ্যমে তুলে ধরার পাশাপাশি বিদেশি ভাষায় তার প্রকাশ ঘটাচ্ছেন, যা আন্তর্জাতিক পাঠককেও তাঁর সাহিত্যিক দিকের সঙ্গে পরিচিত করবে।