শুটিং শেষে একে অন্যকে জড়িয়ে ধরেন অনিত-আহান

এফএনএস বিনোদন | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০১:৩২ পিএম
শুটিং শেষে একে অন্যকে জড়িয়ে ধরেন অনিত-আহান

‘সাইয়ারা’য় আহান পান্ডে ও অনিত পাড্ডার পর্দার রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। গুঞ্জন উঠেছে পর্দার আড়ালেও রসায়ন জমেছে তাদের। এতদিন এ নিয়ে চুপ থাকলেও এবার নিজেদের গোপন তথ্য ফাঁস করলেন তারা। জানালেন শুটিং শেষে একে অন্যকে জড়িয়ে ধরে যা করেছিলেন আহান-অনিত। 

অনিত বলেন, ‘শুটিংয়ের শেষ দিন খুব কষ্ট হচ্ছিল। আমরা ভাবছিলাম এক বছর ধরে যেভাবে দুজন কাজ করেছি, একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, আর হয়তো সেরকম কিছু হবে না কোনোদিন। কিন্তু আমাদের কান্না থামাতে ছুটে এসেছিলেন প্রোডাকশনের সবাই। তারা জানিয়েছিলেন, ছবির শুটিং শেষ মানেই আর দেখা হবে না তা নয়। এরপর প্রচারের জন্য অনেকবার একসঙ্গে হবে পুরো টিম। তবুও সেই সময় চোখের জল বাঁধ মানছিল না।’ ‘সাইয়ারা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

এ উপলক্ষে চলছে নতুন করে প্রচারণা। ছবি মুক্তির আগে প্রচারণায় দেখা না গেলেও এবার অংশ নিয়েছেন। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দুজন। সেখানেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন অনিত। সিনেমা হল থেকে ৫০০ কোটি রুপি তুলেছে ‘সাইয়ারা’ । এটি পরিচালনা করেছেন মোহিত সুরি। অনিত-আহান ছাড়াও অভিনয় করেছেন আলম খান, সিদ মাক্কার, শান গ্রোভার, রাজেশ কুমার ও বরুণ বদোলা।