অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে তারকাদের জড়িত থাকার খবর নতুন নয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার কারণে তাকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে।
সূত্র জানিয়েছে, ইডির চলমান তদন্তের অংশ হিসেবে বিভিন্ন তারকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে অঙ্কুশকে হাজিরা দিতে হবে ১৬ সেপ্টেম্বর। এই বিষয়ে অভিনেতা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। গত কয়েক বছরে অনলাইন বেটিং অ্যাপগুলির প্রচারে বলিউড ও দক্ষিণী তারকারা, এমনকি ক্রিকেটাররাও জড়িত থাকার অভিযোগে ইডির তদন্তের মুখোমুখি হয়েছেন। এর আগে বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ, উর্বশী রাওতেলা, সুরেশ রায়না, হরভজন সিংয়ের নাম আলোচনায় এসেছে।
তদন্তকারীদের অভিযোগ, তারকাদের প্রভাবশালী প্রচারের বিনিময়ে অবৈধ বেটিং অ্যাপগুলো কোটি কোটি টাকা উপার্জন করেছে এবং হাওয়ালার মাধ্যমে সেই অর্থ ঘোরানো হয়েছে। অনলাইন বেটিংয়ের প্রভাবিত প্রচারের ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে।
অঙ্কুশ হাজরা বর্তমানে পুজোর সময় মুক্তি পেতে চলা ‘রক্তবীজ ২’-এ ব্যস্ত। ছবিতে তিনি ভিন্ন ও অদম্য চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শো-র বিচারকের আসনেও দীর্ঘ সময় দেখা গিয়েছে। শীঘ্রই সেই শো-ও শেষ হচ্ছে।
এবার ইডির তলবের পর স্পষ্ট হবে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের ঘটনায় অঙ্কুশের ভূমিকা কতটা গুরুতর। এই মামলার ফলাফল টলিউডের অন্যান্য তারকার উপরেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা।