ভালুকায় মাছের খাদ্যে বিষাক্ত উপকরণ ব্যবহার বন্ধের দাবি

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০২:৪৯ পিএম
ভালুকায় মাছের খাদ্যে বিষাক্ত উপকরণ ব্যবহার বন্ধের দাবি

ভালুকায় মাছের খাদ্য হিসেবে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা মুরগির নাড়িভুঁড়ি ও মুরগির লিটার ব্যবহারের প্রতিবাদে এবং এর ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে ভালুকার সচেতন নাগরিক সমাজ মানববন্ধনের আয়েজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, মওদুদ আপেল, মাহমুদুল হাসান বাবু।

এসময় বক্তারা বলেন, অজ্ঞাত কারণে অনেক ফিশারিতে মরা মুরগির নাড়িভুঁড়ি ও লিটার ব্যবহার করা হচ্ছে। এতে শুধু মাছ নয়, পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এ অনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবি জানান তারা।

আগামী ১৫ দিনের মধ্যে যদি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারীও দেন বক্তারা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে