সমাজ বদলের লক্ষ্যে শোষণ বৈষম্য উচ্ছেদ করে, বাম গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে পিরোজপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় গোপালকৃষ্ণ টাউনক্লাব স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্টির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ ফজলুর রহমান ও জেলা সভাপতি ডা. তপন বসু।
জেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ তপন বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্নার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডাঃ ফজলুর রহমান। প্রধান বক্তা ও বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ । বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন, অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, স্বপন কুমার চক্রবর্তী, কৃষ্ণ লাল গুহ, নিরঞ্জন হালদার, সেলিম হাওলাদার, খ ম মিরাজ, শাহনাজ মুন্নি, লুৎফর রহমান, নির্মলা মুনা প্রমুখ। প্রবল বৃষ্টি উপেক্ষা করে জেলার ৭ উপজেলার তিন শতাধিক নেতাকর্মী সম্মেলনে উপস্থিত হন।