রাজশাহীর বাঘা উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় বাঘা মাজার জামে মসজিদে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতি ক্রমে সভাপতি মাওলানা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলনা আবুল কালাম আজাদ নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি ও বাঘা ফাজিল মাদ্রাসা অবসরপ্রাপ্ত অধ্যাক্ষ মাওলানা আব্দুল গফুর মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মাওলানা শহীদুল ইসলাম।
হাফেজ মাওলানা উমর ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী আতীকুর রহমান, মহানগর কমিটিন সভাপতি মুফতী আজমল হুসাইন।