লাল পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৪:৩১ পিএম
লাল পোশাকধারী হামলাকারীর পরিচয় প্রকাশ করলেন রাশেদ খান

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) আওয়ামী লীগবিরোধী মিছিলে গণ-অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সংগঠনের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল রঙের শার্ট পরা এক যুবক বেধড়ক মারধর করছেন। ভিডিওটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

ভিডিওতে যাকে পেটানো হচ্ছে, সে নুরুল হক নুর— এমন দাবি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে করেছেন। তবে শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, ভিডিওতে পেটানো ব্যক্তি নুর নয়, ছাত্রনেতা সম্রাট। তিনি লিখেন, “লাল শার্ট পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, সে নুরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।”

একই দিন আরও একটি পোস্টে রাশেদ খান দাবি করেন, লাল পোশাকধারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। তবে এর বাইরে অন্য কোনো সরকারি সূত্র থেকে হামলাকারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

এর আগে রাশেদ খান আরেক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, সেনাবাহিনীর সদস্যরাই নুরুল হক নুর ও দলের অন্যান্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। তার দাবি, “লাল শার্টধারীর ওপর দায় চাপিয়ে প্রকৃত হামলাকারীদের দায় এড়ানো যাবে না। সেনাসদস্যরা শুধু হামলাই চালায়নি, আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে। তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”

ঘটনার পর হামলাকারীর পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, নুরুল হক নুরের ওপর হামলার সত্যতা বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে হামলার দায় কার ওপর বর্তাবে, তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে