বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই, আল্লাহ চাইলে ছাড়া কেউ এ প্রক্রিয়া ব্যাহত করতে পারবে না।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির দীর্ঘ ১১ বছর পর আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হবে। জনগণ নিজেরাই পাহারা দেবে সেই নির্বাচন। কেউ এটিকে ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহ চাইলে ছাড়া অন্য কারও সেই শক্তি নেই।”
তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল নানা বাহানা দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় ধোঁয়াশা তৈরি করছে। কেউ বলছে, পিআর পদ্ধতি না হলে নির্বাচন হতে দেবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন হবে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে। এ অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সব সময় লড়াই করেছে, রক্ত দিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্য গড়ে তুলেছে।”
জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হাসান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
জানা গেছে, সম্মেলনে জেলার ১০ উপজেলা ও ৫ পৌরসভা মিলে মোট ১৫ ইউনিটের ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশ নেন। দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। সভাপতি পদে দুজন এবং সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘ এক দশক পর আয়োজিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ২০১৪ সালের ২৫ অক্টোবর সবশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৯ সালের ৬ আগস্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।