ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

(এসএম আব্দুল হালিম; জামালপুর) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৫:০৫ পিএম
ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামানের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরের চাঁদাবাজ মনিরুজ্জামান আলম চোরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইসলামপুর বাজার বণিক সমিতির আয়োজনে বাজার সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এবং উপজেলা প্রশাসন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করা হয়।বণিক সমিতির সভাপতি আউয়াল খানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, হেলাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,বণিক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম সরকার, যুগ্ম সম্পাদক বাবলু মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মান ইজ্জত জিম্মি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে ভাইরাল করার হুমকি দিয়ে প্রতি নিয়তই চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মের মূল হোতা মনিরুজ্জামানের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে