গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টি ও যৌথ বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগষ্ট) বেলা ১১টার দিকে তালতলী উপজেলার গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের মামুন লাইব্রেরির সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন- “হাসিনা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে”, “নুরের ওপর হামলা- সইবে না এ বাংলা”, “স্বৈরাচার গেছে ভারতে- জাপা কেন বাংলায়”ইত্যাদি বলে স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ তালতলী উপজেলা শাখার আহ্বায়ক মো. নাসির উদ্দিন মুন্সী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শামীমসহ উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা ভিপি নুরের ওপর যৌথ বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি এ দেশে নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করেন তারা।