ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারদিন বন্ধ ক্লাস-পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৬:০৭ পিএম
ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারদিন বন্ধ ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৭ সেপ্টেম্বর রবিবার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত সকল পাঠদান ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহ্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে উক্ত চারদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।”

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। একই দিনে ভোটের ফলাফলও ঘোষণা করা হবে।

২০১৯ সালের পর এবারই প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৯ সালের নির্বাচনের আগে শেষবার ভোট অনুষ্ঠিত হয়েছিল ২৮ বছর পর। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনের ভোটও একই সময়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচনী প্রচার-প্রচারণা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে জোরদারভাবে শুরু হয়েছে।

এই নির্বাচনের জন্য নির্ধারিত চারদিনের বন্ধ শিক্ষাজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ ও ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ দেবে।

আপনার জেলার সংবাদ পড়তে